ছোট বেলার কথাগুলো মনে আছে ?
কানে ইয়ারফোন লাগিয়ে অর্ধেক রাত পর্য়ন্ত রেডিও সোনার দিনগুলি । বলবেন নিশ্চই সেদিন
কার দিনগুলে ভোলার নয় । সো সো রেডিও গুলো কম
সগনালের মাধ্যামও সোনার যে মজা ছিলো একসময় এখন সেটা আর নেই এই ডিজিটাল জুগের থ্রি
জি কংবা ফোর জি পেয়েও।
কি জিনিস এই FM JAMMER ?
আজ আমি যে বিসয় টা নিয়ে আলোচনা
করছি তা হলো FM JAMMER , য়াতো আশে পাসের
কেউ FM না সুনতে পায় এ জন্য
একটা সিগ্নাল তৈরি করবো যাতে FM রেডিও এর নেটওয়ার্ক
জেম হয়ে য়ায় । য়ার ফলো ঐ এলাকার আশেপাসে আর কেউ FM সুনতে পাবে না ।
কি কি প্রয়োজন :
R1= 15k ohm
R2=3.9k ohm
R3= 220 ohm
ক্যপাসিটর C1= 6pf
ক্যপাসিটর C2=6-35 ভ্যারিয়েবল ক্যপাসিটর
ক্যপাসিটর C3=0.01 uf
ক্যপাসিটর C4=10
uf
ব্যাটারি BT1= 9V
Q1=2N2222
L1= কেয়েল এক টি ।
এবার ডায়াগ্রাম অনুয়ায়ি সেইভ
করুন :
ডায়াগ্রামে সুন্দর ভাবে বোঝার
জন্য আমি দাগাঙ্কিত করে দিয়েছি । য়াতে যে কেউ সহজেই এবং সুন্দর ভাব বুঝতে পারে । ডায়াগ্রামে
ব্যাটারি=BT1 ক্যপাসিটর=C এবং রোধ =R দ্বারা চিহ্নিন করে
দিয়েছি ।
সর্বশেষ ধাপে আসি
সংযোজ দিন ব্যাটারির , সর্কিট
টি চালু হলেই FM এর কার্জকারি বন্ধ
হয়ে য়াবে । JAMMER টি সবচেয়ে ভালো
ফলাফল পেতে এন্টিনা টি সব্বোর্চ্চ উচ্চতার সেট করুন ।
বিশেস নটিস :
কেউ এটা খারাপ কাজে ব্যাবহার
করবেন না । আমি মূলত সেয়ার করেছি শিক্ষামুলক কাজের ব্যাবহারের জন্য ।
0 মন্তব্যসমূহ