Notification texts go here Contact Us Buy Now!

Adobe Photoshop এর নতুন ও সবচেয়ে ব্যবহারযগ্য় ১০ টুল

ছবিকে ঠান্ডা এবং ঝকঝক একটা এফেক্ট দিতেই মূলত এই টলসটির কাজ । তাছাড়া এই টলটি দ্বারা কনো ছবির মূল আকর্শন যেমন কনো ছবির আলো কমিয়ে এবং বাড়িয়ে দেয়া যায় । য়
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 এখন সবচেয়ে জনপ্রিয় এবং চলোমান ফটো ইডিটের জন্য এপস হলো Adobe Photoshop   ।ছবি পরিষ্কার থেকে শুরু করে প্রিন্ট করার কাজ পর্যন্ত সবচেযে সুন্দর এপস হলো এই Adobe Photoshop ।এই এপসটির জনপ্রিয় ১০ টি টুল নিযে আজ আমি হাজির হয়েছি । 


Adobe Photoshop এর বিশেস কিছু বৈশিস্ট রয়েছে , যেমন ধরুন সব উইন্ডজ এই সাপর্টো করে । তাছাড়া বিভিন্ন ক্যাটাগরির সুবিধা থাকায় এটা ওনেকেই খুব সহজে বুঝতে পারে এবং ব্যবহার করতে পারে । 

বিভিন্ন ধরণের মেকিং , ফিল্টারিং সুবিধা রয়েছে। মাস্কিং টুল ব্যবহার করে আপনি প্রচুর গ্রাফিক ডিজাইন কাজ করতে পারেন। ব্যাকগ্যাউন্ড সরানোর জন্য Ctrl + এন্টার বোতামটি চাপুন। মাস্কিংয়ের এর কাজ করতে চাইলে, প্রথমে ফটোশপে আপনার ছবিটি বা চিত্রটি খুলুন এবং এটিকে আনলক করুন কর্নারে থাকা লোক আইকনে চেপে । ব্রাশ টুলের ব্যবহার   জানতে একটি দাগযুক্ত একটি চিত্র নির্বাচন করুন।

Alt বোতামটি চাপুন এবং দাগ যুক্ত ত্বকে ক্লিক করুন যাতে এটি তাজা অঞ্চলটি অনুলিপি করতে পারে ।

Adobe Photoshop এর জনপ্রিয় ১০ টি টুল :

1. Crop Tool

2. Healing Brush Tool:  

3. Clone Stamp Tool

4. Pen Tool

5. Blur Tool

6. Selections Tool

7. Adjustment Layers

8. Blend Modes


Crop Tool :

ছবি কাটতে কিংবা নতুন করে বিভিন্ন সাইজে সাজাতে এই টুলটি অনেক কাজের একটি Adobe Photoshop টুল ।



আমরা অনেক সময় বিভিন্ন কাজের প্রয়োজনে পাসপোর্ট সাইজের ছবি বের করে থাকি । পাসপোর্ট সাইজের ছবি ক্রপ করতে এই Crop Tool সিলেক্ট করে তারপর Crop ওপসন্স থেকে ৩৮ এমএম * ৪৮ এমএম করে দিন । 

Healing Brush Tool: 

ছবিকে ঠান্ডা এবং ঝকঝক একটা এফেক্ট দিতেই মূলত এই টলসটির কাজ । তাছাড়া এই টলটি দ্বারা কনো ছবির মূল আকর্শন যেমন কনো ছবির আলো কমিয়ে এবং বাড়িয়ে দেয়া যায় । য়ার ফলে সহজেই ছবিসহ কনো কাজ করা য়ায সহজেই ।

Clone Stamp Tool:

কনো ছবি থেকে কিছু ক্লোন করতে এই Clone Stamp Tool এর প্রয়োজন পড়ে । এটির দ্বারা ছবির কনো আংশ সহজেই কপি করে ছবির অংশটি অন্ স্থানে লাগানো যায়  । তাছড়াও ফটোসপে এর আরও অনেক ববহর রয়েছে ।

খব সুন্দর এই টুলটি যেকেউ খুব সহজেই ইউজ করতে পারবে । আবার এই টুলের আরো সুবিধা নিয়ে অন্য় কনো টিউটোরিয়াল এ ।

Pen Tool :

ফটোসপে সবচেয়ে ব্য়বহার হগ্য় টুল হচ্ছে এটি । ছবির পিছনের ব্য়গগ্রাউন্ড বিমোভ করতে এটি অনেক কাজের টুল ।

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.