উইন্ডোজ টেন এর কোম্পানি Microsoft কে তো আমরা কমবেশি সবাই জানি । RUN command এর নাম সবাই শুনছেন তাইনা । উইন্ডোজ টেন ব্যবহার কারিরাই একটু আধটু এই RUN কমান্ড এর বিষয়ে ধারনা রাখেন । জাই বা হোক এই রান কমান্ড টা চালানোর সময় হয়তো অনেকেই হেকার মনে করে , আসলেই এতে হেকিং বা এই রিলেটেড কনো বিষয় নেই ।এটা একটা শর্টকাট কিবোর্ডের মতো কাজ করে আর কিছু নয় । আজ আমি এই কমান্ড এর কিছু কোড আপনাদের সাথে শেয়ার করবো । RUN command বের করতে উইন্ডোজ + R চাপতে হবে ,এবং কমান্ড দিতে হবে ।
কিছু উইন্ডোজ টেন কমান্ড এর শর্টকাট গুলো নিচে দেয়া হলও ।
cmd
RUN command এ cmd লিখলেই দেখতে পাবেন কমান্ড দেয়ার জন্য সুন্দর ও কালো ব্যগগ্রাউন্ড একটা কিছু ।
cmd কমান্ড নিয়ে গুগোলে আরও অনেক টিউটোরিয়াল আছে সেখান থেক cmd এর বিভিন্ন ধরনের কমান্ড কোড-গুলে সংগ্রহ করে রাখতে পারেন ।
c:
খুব কম সময়ে C: Drive এ য়েতে চাইলে RUN command দিয়ে সহজেই প্রবেশ করতে পারবেন এখানে । তাছাড়া ড্রাইভে থাকা বিভিন্ন ফাইল খুঁজে বের করতে এটা খুব প্রয়োজনীয় শর্টকাট ।
Write
Write কমান্ড ব্যবহার করে Wordpad ওপেন হবে সেইসাথে সহজেই ইংরেজি হোক কিংবা বাংলা সব লিখালিখির কাজগুলো হবে খুব দ্রুত । Wordpad ওপেন হয়ে যাবে এবং আপনি সেখানে আপনার লিখাগুলো সহজেই সেখানে লিখে সেইভ করে রাখতে পারবেন ।
উইন্ডোজ টেন এর RUN command এর জন্য কিছু শর্টকাট key
- • Private Characters Editor eudcedit
- • Password Properties password.cpl
- • Printers Folder printers
- • Power Configuration powercfg.cpl
- • Paint pbrush
- • Quicktime ( if installed ) quicktime.cpl
উইন্ডোজ (Win+ D) সস্মর্কে জেনে নেয়া যাক , উইন্ডোজ টেন এ একটা উইন্ডোজ টেন বাটন বয়েছে , এটা কারো অজানা নয় সম্ভবত ।
উইন্ডোজ টেন + D চাপলে কি হবে বলুন তো ?
হুম, এটা নিয়েও দিবো আজ কিছু বোনাস উপায় । সাধারণত কনও একাধিক এপ্লিকেশন এ কাজ করার জন্য এপ্লিকেশনগুলো মিনি-মাইজ করে কাজ করতে হয় । আর অনেকেই মিনি-মাইজ করতে একবার একবার করে চাপতে বিরক্তি বোধ করেন ।
কিন্তু আজ থেকে এপ্লিকেশন বার বার মিনি-মাইজ করার ঝামেলাকে দিন চির মুক্তি । ঠিক ভাবছেন কনও এপ্লিকেশন এর সাহায্য নিতে হবে তাইনা ? আরে ভাই দাড়ান , আপনার তো জানেনই যে উইন্ডোজ টেন প্রায় প্রতি মাসেই নতুন নতুন আপডেট নিয়া হাজির হয় ।এবার উইন্ডোজ টেন তাদের এই আপডেটের মধ্য দিয়েছে মিনি-মাইজ করার এই চমৎকার ফিচার টি । উইন্ডোজ টেন টেন থেকে উইন্ডোজ টেন + D চাপলেই দেখতে পাবেন রানিং এ থাকা সকল এপ্লিকেশন গুলো মিনি-মাইজ হয়ে গেছে । আবার সকল এপ্লিকেশনগুলো রানিং এ আনতে বা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে উইন্ডোজ টেন + D চাপলেই হবে ।
উইন্ডোজ টেন + x খুব দ্রুত উইন্ডোজ টেন এর সেটিং গুলো খুঁজে বের করতে এই শর্টকাট ব্যবহার হয় যাকে কুইক এক্সেস মেনু ও বলা হয়ে থাকে । অনেক সময় উইন্ডোজ টেন এর সেটিং ,সার্চ বার , ফাইল এক্সপ্লোরার ইত্যাদি খুঁজে বের করতে এই সুন্দর এবং ঝকঝক টাইপের শর্টকাট
টি আমার কাছে খুবি কাজের মনে হয় । তাছাড়া এটার আরও অনেক সুন্দর দিক হলও পুরো কম্পিউটারে থাকা ফাইলগুলো সহজেই খুঁজে পাওয়া যায় ।
0 মন্তব্যসমূহ