উইন্ডোজ টেন এর কোম্পানি Microsoft কে তো আমরা কমবেশি সবাই জানি । RUN command এর নাম সবাই শুনছেন তাইনা । উইন্ডোজ টেন ব্যবহার কারিরাই একটু আধটু এই RUN কমান্ড এর বিষয়ে ধারনা রাখেন । জাই বা হোক এই রান কমান্ড টা চালানোর সময় হয়তো অনেকেই হেকার মনে  করে , আসলেই এতে হেকিং বা এই রিলেটেড কনো বিষয় নেই ।এটা একটা শর্টকাট কিবোর্ডের মতো কাজ করে আর কিছু নয় । আজ আমি এই কমান্ড এর কিছু কোড আপনাদের সাথে শেয়ার করবো । RUN command বের করতে উইন্ডোজ + R চাপতে হবে ,এবং কমান্ড দিতে হবে ।

windows-10-keyboard-shortcuts


কিছু উইন্ডোজ টেন কমান্ড এর শর্টকাট গুলো নিচে দেয়া হলও ।

cmd

RUN command এ  cmd লিখলেই দেখতে পাবেন কমান্ড দেয়ার জন্য সুন্দর ও কালো ব্যগগ্রাউন্ড একটা কিছু ।

cmd কমান্ড নিয়ে গুগোলে আরও অনেক টিউটোরিয়াল আছে সেখান থেক cmd এর বিভিন্ন ধরনের কমান্ড কোড-গুলে সংগ্রহ করে রাখতে পারেন ।

c:

খুব কম সময়ে C: Drive   এ য়েতে চাইলে RUN command দিয়ে সহজেই প্রবেশ করতে পারবেন এখানে । তাছাড়া ড্রাইভে থাকা বিভিন্ন ফাইল খুঁজে বের করতে এটা খুব প্রয়োজনীয় শর্টকাট ।

Write

Write কমান্ড ব্যবহার করে Wordpad ওপেন হবে সেইসাথে সহজেই ইংরেজি হোক কিংবা বাংলা সব লিখালিখির কাজগুলো হবে খুব দ্রুত । Wordpad ওপেন হয়ে যাবে এবং আপনি সেখানে আপনার লিখাগুলো সহজেই সেখানে লিখে সেইভ করে রাখতে পারবেন ।

উইন্ডোজ টেন এর RUN command এর জন্য কিছু শর্টকাট key 


  1. Private Characters Editor                                         eudcedit
  2. Password Properties                                                 password.cpl
  3. Printers Folder                                                          printers
  4. Power Configuration                                                 powercfg.cpl
  5. Paint                                                                          pbrush
  6. Quicktime ( if installed )                                            quicktime.cpl



উইন্ডোজ (Win+ D) সস্মর্কে জেনে নেয়া যাক , উইন্ডোজ টেন এ একটা উইন্ডোজ টেন বাটন বয়েছে , এটা কারো অজানা নয় সম্ভবত । 

উইন্ডোজ টেন + D  চাপলে কি হবে বলুন তো ?

হুম, এটা নিয়েও দিবো আজ কিছু বোনাস উপায় । সাধারণত কনও একাধিক এপ্লিকেশন এ কাজ করার জন্য এপ্লিকেশনগুলো মিনি-মাইজ করে কাজ করতে হয় । আর অনেকেই মিনি-মাইজ করতে একবার একবার করে  চাপতে বিরক্তি বোধ করেন । 

কিন্তু আজ থেকে এপ্লিকেশন বার বার মিনি-মাইজ করার ঝামেলাকে দিন চির মুক্তি । ঠিক ভাবছেন কনও এপ্লিকেশন এর সাহায্য নিতে হবে তাইনা ? আরে ভাই দাড়ান , আপনার তো জানেনই যে উইন্ডোজ টেন প্রায় প্রতি মাসেই নতুন নতুন আপডেট নিয়া হাজির হয় ।এবার উইন্ডোজ টেন তাদের এই আপডেটের মধ্য দিয়েছে মিনি-মাইজ  করার এই চমৎকার ফিচার টি । উইন্ডোজ টেন টেন থেকে উইন্ডোজ টেন + D  চাপলেই দেখতে পাবেন রানিং এ থাকা সকল এপ্লিকেশন গুলো মিনি-মাইজ হয়ে গেছে । আবার সকল এপ্লিকেশনগুলো রানিং এ আনতে বা পূর্বাবস্থায় ফিরিয়ে  আনতে উইন্ডোজ টেন + D চাপলেই হবে ।


উইন্ডোজ টেন + x খুব দ্রুত উইন্ডোজ টেন এর সেটিং গুলো খুঁজে বের করতে এই শর্টকাট ব্যবহার হয় যাকে কুইক এক্সেস মেনু ও বলা হয়ে থাকে । অনেক সময় উইন্ডোজ টেন এর সেটিং ,সার্চ বার , ফাইল এক্সপ্লোরার ইত্যাদি খুঁজে বের করতে এই সুন্দর এবং ঝকঝক টাইপের শর্টকাট

টি আমার কাছে খুবি কাজের মনে হয় । তাছাড়া এটার আরও অনেক সুন্দর দিক  হলও পুরো কম্পিউটারে থাকা ফাইলগুলো সহজেই খুঁজে পাওয়া যায় ।