অ্যাডসেন্স অ্যাপ্রুভালএর জন্য ফ্রেস কিছু ব্লগার টেমপ্লেটগুলোর লিস্ট

 অ্যাডসেন্স কী এ নিয়ে নিশ্চই কনো কশ্চিন নেই আশা রাখা যায় । আমি ব্লগার এর কিছু টেমপ্লেট লিস্ট দিবো আজ য়া দিয়ে আপনার ব্লগার সাইট টি সাজাতে পারবেন মনের মতো করে । ব্লগার সাইট এ মূল আকর্সন হলো টেমপ্লেট টির । যদি টেমপ্লেট সুন্দর হয় তবে আপনার সাইটটিও হবে সুন্দর এবং ঝকঝক , যা একটি সাইট কে করবে আকর্শনীয় এবং ডিজাইনফুলি ।

কিছু কথা না বললেও নয় , অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে হলে এখন প্রয়োজন একটা প্রিমিয়াম কয়ালিটির ব্লগার টেমপ্লেট । প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট নিয়েই আজ আমার এই পস্ট , তো চলুন শুরু করা য়াক আনেক বোক বোক করলাম আনেক সময় ধরে ।


অ্যাডসেন্স অ্যাপ্রুভালএর জন্য ব্লগার টেমপ্লেট গুলোতে যেসব নির্ধারিত ডিজাইন থাকতে হয় ।

১ । ৪০৪ টু হোম পেজ বিডাইরেক্ট ।

২ । বিউটিফুল ফুল লগো থাকতে হবে ।

৩ । ক্যাটাগরি তৈরি করতে হবে ।

৪। থাকতে হবে সুন্দর লেআউট ।

উপরোক্ত ডিজাইল গুলো থাকলেই কেবল একটা সাইট ফুল কাস্টমাইজ হবে । আর একটা কথা হলো ব্লগার টেমপ্লেট টির যাতে কনো ধরনের ব্যাকগ্রাউন্ড না থাকে । অথ্যাৎ ব্যাকগ্রাউন্ড টি য়াতে সাদামাটা ধরনের হয়ে থাকে । তবে সম্ভবত সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে সাইটটি ইউজার ফ্রেন্ডলি হয় এজন্যই মুলত এটা করা হয়ে থাকে । 

কিছু অ্যাডসেন্স অ্যাপ্রুভালএর জন্য ফ্রেস ব্লগার টেমপ্লেটগুলোর লিস্ট:

1. Nivan

Nivan blogger templect


2. Flare.

3. SEORocket

4. Kairos

5. Inspiro

blogger templect


6. Winge - Blogger Theme


এগুলোই বেস্ট লিস্ট ছিলো আমার কাছে অ্যাপ্রুভাল ব্লগার টেমপ্লেট ।নামগুলো কপি করে গুগোল করলেই পয়ে যাবেন ডাউনলড লিংক , আথবা কম্মেন্ট এ জানান আপনি কোন টেমপ্লেটটি খুজে পাচ্ছেন না । আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ।


0 মন্তব্যসমূহ

নবীনতম