কপি করে ডাটাগুলো সংরক্ষনে রাখার জন্য উইন্ডোসের ডিফল্ট কপিয়ার এপস ,


উইন্ডোস বর্তমানে সবচেয়ে কমন একটি অপারেটিং সিস্টেম , য়াতে বাংলা টাইপিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করা সম্ভব হয় । মুলত কিছুদিন আগে বাংলা লিখার সময় ক্লিপবোর্ডের প্ররয়োজন হতো , কিন্তু উইন্ডোস আপডেট আসাতে এই সমস্যাটার আনেকটা সমাধান হয়েছে । ডিফল্ট ভাবেই থাকছে এখন উইন্ডোস এ ক্লিপবোর্ড , যা বের করতে কিবোর্ডের win + v  বাটন চাপতে হবে ।

win + v


চলুন জেনে নিই আর কী কী কাজ করতে পরে উইন্ডোস এর এই ডিফল্ট ক্লিপবোর্ডটি ।

প্রথমত সুপার ফাস্ট এবং স্মুথলি কাজ করে ।

win + v  চাপলেই সঙ্গে সঙ্গেই এপস টি সো করে ।

win + v


কনো কিছু উপরে বা পিন করে রাখতে চাইলে তিন ডট আইকনে বা টুলবারে চপে পিন করে দিলেই ওই টেক্স টি থেকে য়াবে চিরদিনের জন্য । 

আবার আসি সইভ এ থাকা টেক্সগুলো ডিলেট করবো কীভাবে ? টেক্স ডিলেট করতে ডট আইকনে বা টুলবারে চপে ডিলের করে দিন ব্যাস ।